আমি যেই ধরনের মানুষকে পছন্দ করি না পর্ব ১



আমি যেই ধরনের মানুষকে পছন্দ করি না তার মধ্যে এক প্রকার মানুষ হছে যারা নিজের সাথে নিজে মিথ্যা কথা বলে।

এইখানে আমরা একটা ছদ্মনাম ব্যবহার করব, ছদ্মনাম হিসেবে যে নিজের সাথে মিথ্যা কথা বলে তার নাম করিম। করিম যেটা সে নিজে না সেটা দেখানোর চেষ্টা করে। তার মন চাচ্ছে একজিনিস, মুখে বলবে আরেক জিনিশ। যেই কথাটা বললে বেশিরবাগ মানুষের কাছে প্রাধান্য পাওয়া যাবে সেটা বলবে। অন্যর দোষ লুকাতে হেল্প করবে এতে করে সে মনে করে তাকে সবাই অনেক ভালো মনের মানুষ দয়ালু মনে করবে সে কোন জামেলা করতে চায় না সবাই তাকে ভালো বলবে।

এইসব মানুষের দেখবেন নিজস্ব পারসোনালিটি বলতে কিছু নাই। এরা সারাজীবন অন্যর দেখানো পথে হাঁটবে। যেইদিকে পাল্লাভারি সেইদিকে তাল দিয়ে কথা বলবে প্রয়োজনে তেল দেয়া ও বাদ রাখবেনা। এদের খুব সহজে ম্যানুপুলেট করা যায়। এদের নিজের বলার মত কিছু থাকে না এরা শুধু অন্যর কাহিনী শুনবে আর তাল দিয়ে যাবে।

এইসব মানুষ থেকে দূরে থাকবেন এরা নিজেরা দুর্বল হওয়ার পাশাপাশি আপানাকে দুর্বল করে ফেলবে। এরা আপনার জীবনে হতাসা বয়ে আনা ছারা প্রোডাক্টিভ কিছু দিতে পারবে না। তাই যতটা সম্ভব এদের টাইম কম দিবেন। 

0 Comments:

Post a Comment